শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১২ অপরাহ্ন, ৩১শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে কীভাবে জয় তুলে আনা যায় বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই দলেরই ভাবনাতেই রয়েছে বিষয়টি। তবে, জয়ের ভাবনা ছাপিয়ে দুই দলের অধিনায়কের চিন্তাতে এখন ইনজুরি আর অসুস্থতা জয় করার মিশন। মাঠে নামার আগে দুই দলই যে চোট আর অসুস্থতায় অনেকটাই বিধ্বস্ত। আজ বাংলাদেশ সময় বেলা ৩টায় মুখোমুখি হচ্ছে দল দুটি।

শ্রীলঙ্কার দলে মূল বোলিং ইউনিটই তছনছ হয়ে গেছে কারণ এর মধ্যে তিন পেসার দুষ্মন্তে চামিরা, লাহিরু কুমারা এবং দিলশান মধুশঙ্কা নেই। ইনজুরিতে ছিটকে গেছেন। এছাড়া স্পিনিং অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাও ছিটকে গেছেন এশিয়া কাপ থেকে। কুশল পেরেরাকে দলে নেওয়া হলেও তিনি কিছুটা অসুস্থবোধ করছেন বলে খবরে প্রকাশ

এমন পরিস্থিতিতে এশিয়া কাপ শুরুর আগেরদিন পুনরায় ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। চোটের এই প্রভাব কাটিয়ে ঘরের মাঠে বাংলাদেশকে হারানোর পরিকল্পনা সাজাতে হচ্ছেদাসুন শানাকারকে। 

অন্যদিকে বাংলাদেশও প্রায় একই সমস্যায় জর্জরিত। ইনজুরির কারণে এরই মধ্যে ছিটকে গেছেন পেসার এবাদত হোসেন। বুধবারই তাকে যেতে হয়েছে অস্প্রোচার টেবিলে ডাক্তারের ছুরি-কাঁচির নিচে। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে তরুণ বোলার তানজিম হাসান সাকিবকে। যদিও এবাদত না থাকার কারণে বাংলাদেশের পেস বোলিংয়ে কিছুটা ভারসাম্য নষ্ট হয়েছে বলা যায়।

অন্যদিকে বাংলাদেশ ব্যাটিংয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো লিটন দাসের ছিটকে পড়ায়। ওপেনিংয়ে নির্ভরযোগ্য আর কেউ রইলো না। জ্বরের কারণে লিটন দাস শেষ মুহূর্তে ছিটকে যান। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে এনামুল হক বিজয়কে। যদিও আজ বিজয় খেলতে পারবেন কি না সন্দেহ রয়েছে।

তবে সবকিছু ছাপিয়ে অবশ্যই দুই দলের অধিনায়ক সাকিব আল হাসান এবং দাসুন শানাকার চিন্তায় জয়ই সবচেয়ে বেশি থাকবে। কারণ গ্রুপ পর্বে এই গ্রুপটাকেই মৃত্যুকূপ বলা যায়। বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান- তিনটিই প্রায় সমান শক্তির। সুতরাং, আজ যেই জিততে পারবে, তার জন্যই পরের ম্যাচের আগে নির্ভার থাকাটা সহজ হবে।

আর.এইচ/ আই. কে. জে/ 

বাংলাদেশ-শ্রীলঙ্কা

খবরটি শেয়ার করুন